সিডনির ‘এশিয়া মিউজিক ফেস্ট ২০২৩’- তে দেশের রক লিজেন্ডদের ট্রিবিউট দিয়েছে আর্টসেল। গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট সিডনি দ্বারা আয়োজন করা অনুষ্ঠানটিতে আইয়ুব বাচ্চুর উদ্দেশ্যে গান পরিবেশন করেছে সোলস।
২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনির মারানা অডিটরিয়ামে পারফর্ম করার সময় দেশের রক লিজেন্ডদের স্মরণ করে গান পরিবেশন করে আর্টসেল, ‘ঘুমন্ত শহরে‘ গেয়ে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানান তারা। অনুষ্ঠানটিতে সোলসের তরফ থেকে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে ‘ঘুম ভাঙা শহরে’ গানটি পরিবশন করা হয়।
অস্ট্রেলিয়ায় তিনটি কনসার্টে পারফর্ম করার জন্য দেশটিতে অবস্থান করছে আর্টসেল। ৯ মার্চ দীর্ঘ ১৭ বছর পর নিজেদের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’ প্রকাশ করেছে দলটি।
অন্যদিকে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় ছয়টি কনসার্টে পারফর্ম করার জন্য সেখানে অবস্থান করছে সোলস। ৩০ আগস্ট নিজেদের ৩০ বছরের পুরনো গান ‘সাগরের প্রান্তরে’ পুনরায় প্রকাশ করে ব্যান্ডটি। ইউটিউবে ৪ দিনের ব্যবধানেই প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি ভিউ পেয়েছে গানটি ।
তবে দল দুইটি দ্বারা বাংলাদেশের রক লিজেন্ডদের স্মরণে বরাবরই আবেগ্লাপুত হয়েছে অনুরাগীরা।
উল্লেখ্য আর্টসেল বরাবরই তাদের কনসার্টে বাংলাদেশি রক লিজেন্ডের শ্রদ্ধা জানিয়ে মেডলি পরিবেশনা করে।