২৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেও আশানুরূপ ফল না পাওয়ায় ‘সিটাডেল’ নির্মাতাদের কাছে জবাব চেয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ।
প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন অভিনীত কল্পবিজ্ঞান ঘরানার থ্রিলার সিরিজটি নির্মাণ করেছে রুশো ব্রাদার্স।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, সিরিজটির প্রত্যেক এপিসোডের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট দিয়েছিল অ্যামাজন কর্তৃপক্ষ। কিন্তু নির্মাণের সময় বরাদ্দ বাজেটের প্রায় দ্বিগুণ খরচ করেছেন ‘সিটাডেল’-এর নির্মাতারা।
প্রযুক্তিগতভাবে নিখুঁত বানাতে দু’ হাতে টাকা ঢেলেছেন অ্যামাজন কর্তৃপক্ষ। কিন্তু এত টাকা খরচ করেও লাভের মুখ না দেখায় নির্মাতাদের কাছে জবাব চেয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি ।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে,যুক্তরাষ্ট্রের সেরা দশটি সিরিজের তালিকাতেও জায়গা করে নিতে পারেনি প্রিয়াঙ্কা চোপড়ার শোটি। নেটফ্লিক্সের ‘বারবিকিউ শো ডাউন’ থেকেও ভিউয়ের দিক থেকে পিছিয়ে রয়েছে শোটি।
২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পাওয়া শোটির দ্বিতীয় সিজন ঘোষণা করেছে রুশো ব্রাদার্স । তাই দ্বিতীয় সিজ়ন নির্মাণের সময় মুনাফার কথা চিন্তা করেই যাতে টাকা খরচ করা হয় সেজন্য নির্মাতাদের নির্দেশ দিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ।