বেশির ভাগ সময় কমার্শিয়াল সিনেমাতে অভিনয় করেই খ্যাতি অর্জন করেছেন বলিউডের ভাইজান সালমান খান। তবে এই খ্যাতির আড়ালে আছে তার এমন কিছু ছবি, যা ব্যবসার দিক থেকে অসফল হলেও দর্শকদের হৃদ মাঝারে রয়ে গেছে ঠিকই। সালমানের ক্যারিয়ারে তাও আবার এমনই একটি সিনেমার জন্য অভিনেতা পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র ১ রুপি!
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার তথ্যানুযায়ী, ২০০৪ সালে সালমান খান কাজ করেছিলেন অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে ‘ফের মিলেঙ্গে’ সিনেমায়। এই ছবির জন্যই ১ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। ছবিটিতে সালমানকে দেখা গিয়েছিল এইচআইভি এইডস আক্রান্ত একজন রোগীর চরিত্রে অভিনয় করতে। এই ছবির ‘জিনে কে ইশারে’ গানটি এখনও গেঁথে আছে দর্শকদের হৃদয়ে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ‘ফের মিলেঙ্গে’ সিনেমার প্রযোজক শৈলেন্দ্র সিংয়ের একটি ভিডিও। যে ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, এইচআইভি এইডস রোগে আক্রান্ত একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করতে যখন বলিউডের কেউ রাজই ছিল না, ঠিক তখনই রক্ষাকর্তা হয়ে রাজি হন সালমান। তাও আবার ১ রুপি পারিশ্রমিকেই।
শৈলেন্দ্রের ভাষ্যমতে, ‘সালমান খান সিনেমাটির জন্য ১ রুপি চার্জ করেছিলেন। সিনেমায় প্রধান অভিনেতা এইচআইভি আক্রান্ত হন এবং তারপরে ক্লাইম্যাক্সে মারা যান। এটাই প্রধান অভিনেতার প্লটলাইন।’
তিনি আরও বলেন, ‘ভারতের, বিশেষ করে যুবকদের জন্য এইডস বিষয়ে সচেতনতা তৈরি করতেই ছবিটি তৈরি করা হয়েছিল। যখন পুরো বলিউড ইন্ডাস্ট্রি না বলেছে। সেদিনই আমি সালমান খানকে ফোন করেছিলাম। এইচআইভিতে আক্রান্ত হয়ে ক্লাইম্যাক্সে সালমানের মৃত্যু, স্পষ্টতই তার ভক্তরা খুশি ছিলেন না। কিন্তু সেই বার্তা পৌঁছে গেল গোটা দেশে।’
প্রসঙ্গত, সালমান খানকে সর্বশেষ দেখা গেছে মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমাতে। অভিনেতাকে আগামীতে সাজিদ নাদিয়াদওয়ালার অ্যাকশন-থ্রিলার ‘সিকান্দার’-এ দেখা যাবে। যদিও এই ছবির শুটিংয়ের সময় অভিনেতা আহত হয়ে খানিকটা বিপাকে পড়েছেন বলে জানা গেছে।