Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

সারাজীবন কার খোঁজ করেছেন প্রসূন আজাদ?

স্বামীর সাথে অভিনেত্রী প্রসূন আজাদ | ছবি: ফেসবুক

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের এক গোপন তথ্য ফাঁস করেছেন তিনি।

৪ সেপ্টেম্বর নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্বামীর সাথে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ সবার সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে তাই আমি নিজেই আমার গোপন তথ্য ফাঁস করতে চলি এসেছি।’
এরপর স্বামীকে সম্বোধন করে প্রসূন লেখেন, ‘এটা আমার সুগার ড্যাডি। যে আমার জীবনে আসার পর আমি কাজকর্ম বন্ধ করে দিছি। যারা মনে করতেছেন ডিরেক্টর গিল্ডের চক্রান্ত আর শিল্পীসংঘের নষ্টামির কারণে আমার অভিনয় জীবন শেষ, তাদের জানাতে চাই, কথাটা পুরোটা বেঠিক না। একটু একটু সঠিক। উত্তেজনায় আমি কিছু ভুল কথা বলে ফেলছি যেমন ‘আমার জীবনটা শেষ করে ফেলছে সরকার দলের কালাবেটিরা’ এরকম নোংরা কথার জন্য আমি খুবই লজ্জিত। আমি নিজেও কালা। তাই রেসিস্ট কথা বলা সমর্থন করি না।’

অভিনেত্রী আরও লেখেন, ‘আমি সারা জীবন এমন একজন সুগার ড্যাডি খুঁজছিলাম যে মাঝ পথে গায়েব হয়ে যাবে না আর আমার টাকা পয়সা মেরে চলে যাবে না। অবশেষে আমি এমন একজনকে পাই এবং তীব্র লাইট গরম রোদে সুটিং করার মতোন আর্মি জব থেকে আমি সরে আসতে পেরেছি। নিয়মিত সুটিং করা হয় নাই। কিন্তু চরিত্র তো বদলানো কঠিন তাই আনন্দে খুশিতে বছর খানেক পর পর কিছু কাজ করব এমনটাই ইচ্ছা ছিল। তবে ইদানিং খুব মন চায় ১/২ বছরের মধ্যে আবার নিয়মিত হব। স্বপ্ন দেখতে ক্ষতি কি।’

উল্লেখ্য, ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার তৃতীয় অবস্থান অধিকার করে আলোচনায় আসেন অভিনেত্রী প্রসূন আজাদ। প্রথম বিয়ের দেড় বছরের ব্যবধানে অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে দাম্পত্য জীবনে ইতি টেনে ২০২১ সালে ৩০ জুলাই বিয়ে করেন তার বর্তমান স্বামী ফারহানকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাহরুখ খান ও লিওনেল মেসি – দুই কিংবদন্তি, এক মঞ্চ

কলকাতায় মুখোমুখি শাহরুখ-মেসি, দুই জগতের দুই কিংবদন্তি দুই জগতের দুই কিংবদন্তির দেখা মিলবে কলকাতায়। মঙ্গলবার…
শাহরুখ খান ও লিওনেল মেসি - দুই কিংবদন্তি, এক মঞ্চ

হিলের জুতা পড়তে ভয় পান মিথিলা   

তানজিয়া জামান মিথিলা ৭৪ তম মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সে সেরা…
হিলের জুতা পড়তে ভয় পান মিথিলা
0
Share