মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলের ছবি শেয়ার করে ভক্তদের মনে নানান প্রশ্নের সৃষ্টি করেছেন বিটিএস তারকা ভি ওরফে কিম তেহিউং। যদিও ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবায় যোগদানের প্রস্তুতি হিসেবে চুল কাটতে হয়েছে এই সংগীতশিল্পীকে।
সম্প্রতি ভি তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন চুলের সেই ছবি। এতে ভক্তদের মাঝে দেখা যাচ্ছে দুই ধরনের প্রতিক্রিয়া। একপক্ষ উচ্ছ্বসিত নতুন রূপে প্রিয় তারকাকে দেখতে পারবে বলে। আর আরেক পক্ষ প্রকাশ করেছেন হতাশা। কারণ তারা আগের লুকেই দেখতে পছন্দ করেন তাদের প্রিয় তারকাকে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে সেদেশের ১৮ থেকে ২৮ বছর বয়সী যুবকদের জন্য ২ বছরের জন্য সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। ফলশ্রুতিতে, ভি-কেও যেতে হবে এই প্রশিক্ষণ নিতে। এর আগে বিটিএস সদস্যদের এই ব্যাপারে ছাড় দেওয়া হলেও কিছুদিন আগেই ঘোষণা আসে এই ব্যান্ডদলের একে একে সবাই সামরিক বাহিনীতে যোগদান করবেন। ঘোষণাটির বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ হিসেবে ২২ নভেম্বর একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ব্যান্ড সদস্য আরএম, জিমিন, ভি এবং জাংকুকের বাধ্যতামূলক সামরিক সেবায় তালিকাভুক্তি প্রক্রিয়ার আরম্ভ ঘোষণা করা হয়।
পরবর্তীতে জাংকুক নিশ্চিত করেন তার সামরিক প্রশিক্ষণে যোগদানের বিষয়টি। আর এবার চুল কাটার ছবি দেখে সবাই ইঙ্গিত পেলেন ভি-ও নিয়েছেন তার প্রশিক্ষণের জন্য প্রস্তুতি।