নতুন বাংলাদেশে এবার স্বৈরাচারী সরকারের গেল ১৫ বছরের সব নির্যাতন, দুর্নীতি ও স্বৈরতন্ত্রের বিভিন্ন ঘটনা তুলে ধরবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। খুব শিগগিরই চ্যানেলটি প্রচারে আসছে ‘ফ্যাসিবাদের দিনলিপি’ ও ‘নিপীড়নের গল্প’ নামের দুটি অনুষ্ঠান। যেখানে তুলে ধরা হবে এসব নির্যাতন ও দুর্নীতির তথ্য।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনুষ্ঠান দুটির প্রোমো। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। গেল ১৫ বছরে বিটিভির পর্দায় এমন কোনও বাস্তববাদী শো দেখা যাই নি। তাই বাহবা দিচ্ছেন নেটিজেনরা।
৩১ আগস্ট রাতে আপলোড করার পর থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানটির প্রোমো দেখেছেন ৮ লাখের বেশি দর্শক। অন্যদিকে, ‘নিপীড়নের গল্প’র প্রোমোটি দেখা হয়েছে ১০ লাখেরও বেশিবার।
তবে অনুষ্ঠান দুটি কবে প্রচারে আসছে- তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, দুটো অনুষ্ঠানের নির্মাণ কাজ চলছে। শিগগিরই চ্যানেলটির পর্দায় তা দেখা যাবে।