ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থানরত অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জানিয়েছেন শিগগিরই বাংলাদেশে ফিরবেন তিনি। এই খবর প্রকাশ্যের পরে বাংলাদেশের সাধারণ মানুষের মতোই কথা বলছেন সংগীত ও শোবিজ তারকারা।
১১ আগস্ট নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘আপনি আর কোনো বার্তা দিয়েন না আপা, আপনি নিজ পরিবার ছাড়া কাউকে ভালোবাসেন না। আপনার দম্ভ, জিদ, অহংকার বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে। আপনি আমাদের মৃত্যুকূপের মধ্যে ফেলে দিয়ে গেছেন। আপনি সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় দিয়ে গেছেন। আপনার কান্না এখন ‘কুমিরের কান্না’ লাগে। আপনাকে বিশ্বাস করিনা। আর কথা বইলেন না, আর না…’
এছাড়াও পোস্টের মন্তব্য ঘরে তিনি লেখেন, ‘নতুন প্রজন্মের হাতে দেশকে সমর্পণ করেছি বার্তা দেন, ক্ষমা প্রার্থনা করেন। আর খেলবেন না…’
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সমর্থন ছিল প্রিন্স মাহমুদের। শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি বন্ধ এবং গণগ্রেপ্তারের বিরুদ্ধেও কথা বলেছেন তিনি। এমনকি রাস্তায় পর্যন্ত নেমেছিলেন এ সুরকার।