কোটা আন্দোলনের একদম শুরু থেকেই বিনোদন জগতের যে তারকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সবার নজরে আসেন, তিনি হবে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। এবার সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় তিনি।
সালমান তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক থেকে ৬ আগস্ট পলকের পুরনো একটি মিউজিক ভিডিও থেকে একটি স্ক্রিন শট পোস্ট করেন। আর ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘এক পলকে ইন্টারনেট স্পিড ২০০ এমবিবিএস হয়ে গেলো’।
একই পোস্টে এই ইউটিউবারকে একটি মন্তব্যে টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিককে মেনশন করতে দেখা যায়। আয়মানকে তিনি বলেন, ‘আটকাইসে। সোর্স অথেনটিক।’
মূলত ৬ আগস্ট পলককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে রওয়ানা হতে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন জানা যায়। সালমানের কমেন্ট দেখে বোঝাই যাচ্ছে, এই খবরের সত্যতা যাচাই করতে পেরেই বন্ধু আয়মানকে তা জানাচ্ছেন সালমান।
এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীত্ব ও দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিজয় উল্লাসে মেতে ওঠেন জনতা। খবরটি প্রকাশ্যে আসতেই রাস্তায় বন্ধুদের সাথে আনন্দ- উচ্ছ্বাস করেন সালমানও। এসময় সাধারণ মানুষ এ ইউটিউবারকে কাঁধে তুলেও সম্মান প্রদর্শন করেন। এই মুহূর্তের ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সালমানের সাথে এদিন বিজয় উল্লাস করতে দেখা গেছে সৌমিক আহমেদ, শৌভিক আহমেদ, আয়মান সাদিক, মুনজেরিন শহীদ সহ ইউটিউবারের স্ত্রী দিশা ইসলামকে।