গত ১৮ জুলাই মুক্তি পায় মোহিত সুরি পরিচালিত নব্য বলিউড জুটি আহান পান্ডে এবং অনিত পদ্দা অভিনীত ডেব্যু সিনেমা সাইয়ারা। সিনেমাটি প্রথম দিনেই ২০.২৫ কোটি রুপি ব্যবসা করে হইচই ফেলে দেয়। বক্স অফিসে এই দুই নতুন প্রতিভার সাফল্যের জন্য আরো সময় দিতে অজয় দেবগন এবং জিও স্টুডিও সিনেমা ‘সন অফ সর্দার ২’-এর মুক্তি ১ সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।
পুর্বঘোষিত তারিখ অনুযায়ী ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা অজয় দেবগনের সিনেমা ‘সন অফ সর্দার ২’। তবে সিনেমাটি ২৫ জুলাই মুক্তি না পেয়ে মুক্তি পাবে আগামী ১ লা আগস্ট।
একটি সূত্র জানিয়েছে, “অজয় দেবগন নতুন এই দুই তারকার ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে অনুপ্রেরণা হিসেবে দ্বিতীয় সপ্তাহেও তাদের প্রয়োজনীয় স্ক্রিন স্পেস দিতে পেরে খুশি। সন অফ সর্দার ২ এখন এক সপ্তাহ পরে ১ আগস্ট, ২০২৫ তারিখে মুক্তি পাবে। তিনি নতুন দুই অভিনেতা- অভিনেত্রীসহ আদিত্য চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সায়ারা-র সাফল্য কামনা করছেন।”
সূত্রটি আরও জানায় যে, অভিনেতাদের অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং অনিশ্চিত এই সময়ে ইন্ডাস্ট্রির একজন সিনিয়র সদস্য হিসেবে অজয় বৃহত্তর স্বার্থের পক্ষে অবস্থান নিয়েছেন। “সন অফ সর্দার ২ একটি পারিবারিক বিনোদনমূলক ছবি এবং এখন ১ আগস্ট মুক্তি পাবে।‘
বিজয় কুমার অরোরা পরিচালিত ‘সন অফ সর্দার ২’-এ অজয় দেবগন এবং মৃণাল ঠাকুরের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, রবি কিষাণ, মুকুল দেব, চাঙ্কি পান্ডে, দীপক ডোব্রিয়াল, কুব্রা সাইত, বিন্দু দারা সিং এবং শরৎ সাক্সেনা প্রমুখ।