গেলো ৭ ফেব্রুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা সুম্মি রহমান অভিনীত চলচ্চিত্র ‘দায়মুক্তি’। ছবিটি মুক্তির পর গণমাধ্যমকর্মীদের কাছে এই নায়িকা জানান, তিনি তার নায়ক আমেরিকা প্রবাসী সাইমন সাদিককে খুব মিস করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে – কেনো সুম্মি তার নায়ককে মিস করছেন?
এই বিষয়ে দায়মুক্তি’র নায়িকা কিন্তু দায়সারা কোনো বক্তব্য দেননি! সুম্মি বলেন, ছবিটি মুক্তির আগে আমরা প্রচারণা চালানোর চেষ্টা করেছি। প্রচারণায় কোনো ত্রুটি রাখিনি। দর্শককে বলার চেষ্টা করেছি, একটা ভালো ছবি হয়েছে এটি, এখানে দারুণ একটা গল্প আছে। যে গল্পটা আমাদের দেশের প্রতিটা মানুষেরই গল্প। এই ছবিতে আমার নায়ক সাইমন ভাই। তিনি দেশে নেই, তাকে খুব মিস করছি। আমরা একসঙ্গে এই ছবিতে দীর্ঘদিন কাজ করেছিলাম। তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। সময়টাও দারুণ কেটেছিল আমাদের। সাইমন ভাই দেশে থাকলে ভালো হতো। আরও জমিয়ে প্রচারণা চালানো যেতো।
নির্মাতা বদিউল আলম পরিচালিত ‘দায়মুক্তি’ ছবিটি ২০১৭ সালে সরকারি অনুদান পেয়েছিল। অনুদানের এক বছরের মাথায় সিনেমার মুক্তির কথা থাকলেও সময় গিয়ে গড়ায় ২০২৫ সাল পর্যন্ত। এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।