ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীদের জন্য ‘মাহতারি বন্দন যোজনা’ শিরোনামে ১ হাজার টাকার মাসিক ভাতার ব্যবস্থা করেছে রাজ্যের বিজেপি শাসিত সরকার। আর এই সুবিধাপ্রাপ্ত নারীদের তালিকায় রয়েছে অভিনেত্রী ও মডেল সানি লিওনের নাম!
দেখতে দেখতে এখন পর্যন্ত সানি লিওনির অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে ১০ হাজার টাকা। আর যিনি এই ভাতা তুলেছেন সেই স্বামীর নাম আবার জনি সিন্স! যদিও সানির প্রকৃত স্বামীর নাম ড্যানিয়েল।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে, ছত্তিশগড়ের এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হলে জানা যায়, সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে একজন পুরুষ ওই ভুয়া একাউন্ট খুলেছিলেন! সেই অ্য়াকাউন্ট খোলা হয়েছিল সানি লিওনের নামে। বলা বাহুল্য, এর সঙ্গে ওই অভিনেত্রীর কোনও সম্পর্ক নেই।
তদন্তকারী পুলিশের ভাষ্যমতে, যে এই কাণ্ডটি ঘটিয়েছে তার নাম বীরেন্দ্র জোশি। তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ সমস্ত পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে সেই অ্যাকাউন্টটিও জব্দ করেছে প্রশাসন।
…
উল্লেখ্য, সরকারি ভাতা হাতিয়ে নেওয়ার ঘটনায় শাসক বিজেপিকে তুলোধনা করতে শুরু করেছে বিরোধী দল কংগ্রেস।