‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক উপহার দিয়ে নির্মাতা হিসেবে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি। একাধিক কাজের কারণেই তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন দর্শক মহলে। কিন্তু নাটক ও ওয়েব ফিল্ম তৈরী করলেও বড় পর্দার কনটেন্ট এখনো পর্যন্ত নির্মাণ করেননি তিনি। আর এজন্য ভক্তদের কাছ থেকে প্রায় সময়ই প্রশ্নের সম্মুখীন হন অমি। এবার অনুরাগীদের সেই প্রশ্নের উত্তরেই সময় চাইলেন নির্মাতা।
৫ মে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে অমি জানান তার সিনেমা নির্মাণের কথা। সিনেমা নির্মাণ এবং নিজের স্বপ্নের কথা উল্লেখ করে দীর্ঘ স্ট্যাটাসের শুরুতে তিনি লেখেন, ‘আমি আসলে সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে মিডিয়াতে কাজ শুরু করি। সেই স্বপ্নের সিঁড়ি হিসেবে ২০১০ সালে ইফতেখার আহমেদ ফাহমি ভাইয়ের হাত ধরে পথ চলা শুরু। ২০১৪ সালে প্রথম নিজে ডিরেকশন দেই। ২০১৬ সাল থেকে টিভিতে রেগুলার কাজ শুরু করি। তারপর ২০১৮/১৯ হতে নিয়মিত হই ইউটিউবে। ২০২২/২৩ হতে ওটিটিতে কাজ শুরু করি।’
এরপরই অমি লেখেন, ‘আমি চাই সিনেমা বানাতে, সেটার জন্য প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছি, শিখছি, ভুল করছি, আবার নিজেকে সংশোধন করছি।’
পরিচালক যোগ করেন, ‘আপনারা যদি টাকা দিয়ে ভালো কাজ দেখেন তাহলে আমাদের দেশে ভাল কাজের সংখ্যা আরো বেড়ে যাবে। নির্মাতারা বড় পরিসরে কাজ করার সাহস পাবে। যে কাজটি আপনার ভালো লাগবে সেটি চিৎকার দিয়ে জানান, তাতে ওই কাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুপ্রাণিত হবে।’
অমি আরও বলেন, ‘আপনারা যারা আমাকে এত ভালবাসা দিয়েছেন, আমি বিশ্বাস করি আমার সিনেমা হলে গিয়ে আপনারা অবশ্যই দেখবেন, চিৎকার করবেন। আপাতত আমাকে আর একটু তৈরি হবার সুযোগ দিন, সাহস দিন, ভালোবাসা দিয়ে পাশে থাকুন, সব সময় যেমনটা থাকেন।’
উল্লেখ্য যে, অমির নির্মিত নাটক ‘ফিমেল ৪’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। পোস্টটিতে এই নাটকের জন্য দর্শকের ভালোবাসাও চেয়েছেন নির্মাতা। তিনি আশা করছেন, ‘হোটেল রিলাক্স’, ‘দুঃখিত’ ও ‘অসময়’ থেকেও দর্শকরা ‘ফিমেল ৪’ নাটককে বেশি ভালোবাসা দিবেন। নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, ফারিন খান প্রমুখ।