Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, আগস্ট ১১, ২০২৫

সমালোচনার জবাব দিলেন খায়রুল বাসার

অভিনেতা খায়রুল বাসার | ছবি: ফেসবুক

স্মরণকালের ভয়াবহ বন্যায় বন্যার্তদের সহায়তায় লক্ষ্মীপুরে গিয়ে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা খায়রুল বাসার। তারপরেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা। ৩ সেপ্টেম্বর সেই সব সমালোচনার জবাব দিয়েছেন খায়রুল বাসার। ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে এসবের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

মঙ্গলবার নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘ছবিতে যাদের দেখা গেছে, তাদের বেশিরভাগই স্থানীয় স্বেচ্ছাসেবী। লক্ষ্মীপুরের পথঘাট না চেনার কারণে টিমের সঙ্গে তাদের যুক্ত করা হয়েছিল। বাচ্চা ছেলেটাও এক স্বেচ্ছাসেবীর ছোট ভাই, সে নিজেও ওই এলাকার সন্তান।’

এরপর পিকনিকের মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘লক্ষ্মীপুরের যেখানে গেছেন, মানুষ ভালোবেসে তাদের খাবার দিয়েছেন। সেটাই ভাগ করে সবাই খেয়েছেন। সেই ছবি দেখে অনেকে পিকনিক বলে মন্তব্য করছেন।’

তাদের দলে থাকা মেয়েটির বিষয়ে বাসার বলেন, ‘মহিলাদের প্রয়োজনীয় নানা কিছু সরবরাহে মেয়েটা হেল্প করেছে। তাকে না নিয়ে একজন কমেন্টযোদ্ধাকে নিয়ে যাওয়ার মতো সুবুদ্ধি আমাদের ছিলো না। আমরা বোকা, কমেন্টযোদ্ধাদের মতো চালাক নই। কমেন্টযোদ্ধারা জানেন একটা কমেন্ট করলেই বড় দায়িত্ব সম্পন্ন হয়।’

অভিনেতা আরও বলেন, ‘বন্যাদুর্গত এলাকার মানুষের চোখে-মুখে আমাদের প্রতি যে ভালোবাসা দেখেছি, এতটা ভালোবাসা গ্রহণের সামর্থ্য নিয়ে যাইনি হয়তো। আমরা বরং ভালোবাসা নিয়ে ফিরেছি। কোমরসমান পানিতে ভেসেও কেউ কেউ মাথায় হাত বুলিয়ে বলেছেন, ‘দুইটা ভাত আর শাক রান্না হইছে, তোমরা কেউ খেয়ে যাও; তোমাদের মুখ শুকনা লাগতেছে।‘ এই কথার কাছে আপনাদের বাজে কথা কিচ্ছু না।’

যারা এই ত্রাণ কার্যক্রমে সহায়তা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন খায়রুল বাসার। আরও জানিয়েছেন, অভিনেত্রী সামিরা খান মাহির উদ্যোগেই লক্ষ্মীপুরে টিম নিয়ে গিয়েছিলেন তিনি। বন্যা-পরবর্তী সময়ে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা করতে আবারও দুর্গত এলাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেত্রী শায়লা সাথীকে মারলেন অভিনেত্রী আরোহী মিম

দেশের শোবিজ জগতের তরুণ অভিনেত্রী শায়লা সাথী। কিছুদিন আগে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকের শীর্ষে ছিল শায়লা সাথী…

নির্মাতা রেদওয়ান রনির বিরুদ্ধে হয়রানির অভিযোগ

ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও, নির্মাতা রেদওয়ান রনির বিরুদ্ধে পেশাগত হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং মিডিয়া…

টপচার্টে এআই ব্যান্ড ‘দ্য ভেলভেট সানডাউন’

‘দ্য ভেলভেট সানডাউন’ নামে একটি ব্যান্ড দুই মাস আগে যাত্রা শুরু করে। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ফ্লোটিং অন ইকোজ’…
Exit mobile version