২৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় নিহতদের মাঝে এক বাইকারের স্ত্রী আর সাত বছরের সন্তান নিহত হয়েছে। ভাগ্যক্রমে বেঁচে যায় সেই বাইকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অসহায় সেই বাইকারের দেওয়া দু’র্ঘটনার ভয়াবহ বর্ণনা। বিষয়টি নজরে পড়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর।
সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আমি এই বাবার প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। নিজের প্রিয়জনকে চোখের সামনে মরতে দেখা মানে নিজের ভেতরেও একটা অংশ মরে যাওয়া। এই মানুষটা হয়ত এখন জীবিত, কিন্তু তার ভেতরটা তার পরিবারের সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই মারা গেছে। আল্লাহ তাকে বেচে থাকার তৌফিক দিন। রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়।’
শেষে তিনি লিখেছেন, ‘সারা বছর ধরে অসংখ্য ঘটনা ঘটে যা অবহেলার পরিচয় দেয় কিন্তু এই ধরনের উদাসীনতা থামানোর জন্য কিছুই কার্যকর হচ্ছে না। যতদিন না বড় কোনো পদক্ষেপ নেওয়া হবে, ততদিন এটা প্রতিদিন শোনা, পড়া, অনুভব করা এবং ভুলে যাওয়া গল্প হয়েই থেকে যাবে।’
উল্লেখ্য, , ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারকে ধাক্কা দেয়। গতির বেগের জন্য গাড়িটি গিয়ে সামনে থাকা বাইকটিকেও পিষে দিয়ে যায়। এই ঘটনায় চোখের সামনে পথচারীসহ নিহত হয়েছেন ৬ জন। এছাড়াও আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।