সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। একটি ফেসবুক লাইভে বিষয়টি নিজেই জানান অভিনেত্রী।
আনন্দবাজার পত্রিকার তথ্যানুযায়ী, ১৫ সেপ্টেম্বর কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন মধুমিতা। সেই সময় তাকে বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয় একটি লরি। এই দুর্ঘটনায় তার গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অভিনেত্রী।
মধুমিতা দুর্ঘটনার দিন সকালে প্রিন্সেপ নদীর ধারে শুটিং করছিলেন। মাঝখানে কিছু সময়ের জন্য ছুটি ছিল, পরের স্লটের শুটিং ছিল রাতে। সময় পেয়ে তিনি ভেবেছিলেন ভূতনাথ মন্দিরে ঘুরে আসবেন। কিন্তু যাওয়ার পথে যে এমন এক বিপদ হবে বুঝতে পারেননি। অভিনেত্রীর কালো গাড়ির ড্রাইভারের দিকের দরজাটা পুরোই ভেঙে গেছে।
ফেসবুক লাইভে মধুমিতা জানান, ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় তিনি বসেছিলেন ড্রাইভারের পিছনের সিটে। হঠাৎ একটি লরি এসে গাড়িতে খুব জোরে ধাক্কা মারে। এতে অনেক বাজে কিছু হতে পারতো। তবে ঈশ্বরের কৃপায় তা হয়নি, তিনি একেবারে সুস্থ আছেন।
এদিকে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধুমিতা বলেন, ‘আমার মাথার উপর বাবার হাত আছে। জানি আমার কিছু হত না। তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করেই ছাড়ব। আমি ঠিক আছি। চিন্তার কোনো কারণ নেই, সুস্থ আছি।’
অভিনেত্রীর থেকে আরও জানা গেছে, এই দুর্ঘটনার পরেও তিনি পূজা দিয়েছেন মন্দিরে। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন, সব সময় সঙ্গে থাকার জন্য।
প্রসঙ্গত, ছোটবেলা থেকেই শিবের ভক্ত মধুমিতা। যখনই সুযোগ পান শিব মন্দিরে পূজা করতে যান। এর আগেও তাকে দেখা গিয়েছিল দেওঘরে গিয়ে বৈদ্যনাথ মন্দিরে পূজা দিতে।