১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন হানি সিং। দীর্ঘদিনের আইনি জটিলতা শেষে ৭ নভেম্বর দিল্লির পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় হানি সিং ও শালিনী তলওয়ার দম্পতির।
বেশ তিক্ত ভাবে ভাঙল তাদের সংসার। ২০২১ সালে হানি সিং ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন শালিনী। তিনি জানান, “তাকে যৌন হেনস্থা করা হতো। শারীরিকের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হতো। এমনকী হানি সিংয়ের বাবার বিরুদ্ধেও অশালীন আচরণের অভিযোগ আনেন তিনি।”
এবিষয়ে সেই বছর ৬ আগস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় হানি সিং লেখেন,”আমার ও পরিবারের বিরুদ্ধে ২০ বছরের সঙ্গী শালিনী তালওয়ারের মিথ্যা অভিযোগে খুবই ব্যথিত হয়েছি। এই অভিযোগগুলোর বেশির ভাগই জঘন্য। অতীতে আমাকে আমার গানের কথা নিয়ে নানা সমালোচনা, মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে তবুও কখনও জনসম্মুখে কিছু বলিনি। কিন্তু এবার চুপ থাকার কোনো মানেই দেখছি না। কারণ, অভিযোগ আমার বৃদ্ধ মা-বাবা ও ছোট বোনের বিরুদ্ধে, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। এই অভিযোগগুলো ঘৃণ্য ও মানহানিকর।” তার পরের বছরই তালাকের আবেদন করেন হানি সিং-শালিনী দম্পতি।
বন্ধুত্ব থেকে ভালবেসে ২০১১ সালে বিয়ে করেন হানি সিং ও শালিনী। সে বছরই ককটেল সিনেমায় ‘আংরেজি বিট’ গান দিয়ে জনপ্রিয় হয়ে উঠেন হানি সিং। এরপর ‘ব্লু আইজ’, ‘হাই হিল’, ‘লুঙ্গি ডান্স’ ও ‘পানি পানি’সহ বহু হিট গান উপহার দিয়েছেন।