স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পপ তারকা জাস্টিন বিবারের কঙ্কালসার চেহারা, ভাঙা গাল, কোটরাগত চোখ, চোখের দৃষ্টি শূন্য এমন একটি ছবি। ছবিটি দেখেই বোঝাই যাচ্ছে, গায়ক শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত। কিন্তু বিবারের মতো জনপ্রিয় একজন পপ তারকার কেন এই হাল! এ প্রশ্নের উত্তর জানতে গায়কের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর শুরু করে সংবাদমাধ্যগুলো।
জানা যায় জাস্টিন বিবারের প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় ডাকা হতে পারে তাকে এই ভয় তাকে জব্দ করে রেখেছে। এই আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি মাদকে ডুবে গেছেন। এই কারণে স্ত্রী হেইলির সঙ্গে গায়কের ছয় বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে। জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণকেই বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী করেছেন হেইলি। একই সঙ্গে তিনি চাইছেন, পাঁচ মাসের সন্তানের উপর যেন বাবার প্রভাব না পড়ে।
মাত্র পাঁচ মাস আগে বাবা হয়েছেন বিবার। ছেলের নাম জ্যাক। সন্তানকে নিয়ে বিবার আর হেইলির সুখের সংসার ছিল। এরইমধ্যে হেইলি নাকি বিচ্ছেদের জন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন। সন্তানের দেখভাল এবং বিচ্ছেদের জন্য গায়ক স্বামীর কাছে হেইলি ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। যদিও বিবার-হেইলি নিজেরা এ বিষয়ে কিছু বলেননি। তবু নেট দুনিয়ায় এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
হেইলিকে বিয়ে করার আগে সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক ছিলো বিবারের। সেই সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে চুপিসারে বিয়ে করেন বিবার। আর আজ তার সাথেও বিচ্ছেদের গুঞ্জন।