২২ ডিসেম্বর দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বিবিসি বাংলা ঢাকার সিনিয়র নিউজ প্রেজেন্টার সালেহ আকরাম । বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ। মৃত্যুকালেএই মিডিয়া ব্যক্তিত্বের বয়স হয়েছিল ৭৬ বছর।
২১ ডিসেম্বর রাত ২ টা ७० মিনিটে অর্থাৎ ২২ ডিসেম্বর প্রথম প্রহরে রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বনামধন্য বাংলা সংবাদ পাঠক সালেহ আকরাম মারা যান। আগামী বুধবার, ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তার জানাজা। প্রিয় সহকর্মীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অনেকেই। বাংলাদেশ টেলিভিশনে প্রমান্যচিত্রে নেপথ্য কন্ঠে কাজ করা সালেহ আকরাম ছিলেন ৯০-য়ের দশকের অনেক তরুণের অনুপ্রেরণা। তৎকালীন চ্যানেল ওয়ানেও সংবাদ পাঠক হিসেবে কাজ করেছেন সালেহ আহমেদ। পরিপাটি স্যুট আর টাইয়ের প্রতি ছিল তার নেশা। তার সহকর্মীদের ভাষ্য, সালেহ আহমেদ নাকি ধার করে হলেও নতুন নতুন সব স্যুট-টাই কিনতেই থাকতেন। এমন কি নিজের বেতন থেকে একটা অংশ বিশেষভাবে জমিয়ে রাখতেন যাতে দামী দামী টাই কিনতে পারেন।