দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ১২ ডিসেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পীর স্বামী সারওয়ার আলম।
পাপিয়া সারোয়ারের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল (১৩ ডিসেম্বর) শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
জানা গেছে, তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন সংগীতশিল্পী পাপিয়া। সম্প্রতি অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালে ২১ নভেম্বর। ছোটবেলা থেকেই রবীন্দ্র–অনুরাগী পাপিয়া ষষ্ঠ শ্রেণিতে ছায়ানটে ভর্তি হন। পরে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। ১৯৬৭ সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি। তার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। অ্যালবামটির নামও ছিল শিল্পীর নামেই, ‘পাপিয়া সারোয়ার’।
শিল্পী হিসেবে ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন তিনি। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ ও ২০২১ সালে একুশে পদক লাভ করেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার।