বেশ কিছুদিন আগে স্যোশাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, এখনো আনুষ্ঠানিকভাবে স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে কণার বিচ্ছেদ হয়নি। আইনত দুজনে এখনও স্বামী-স্ত্রী।
গুঞ্জনের মধ্যেই এবার গণমাধ্যমের হাতে আসা কণার ডিভোর্সের একটি উকিল নোটিশে দেখা গেছে। যেখানে দেখা যাচ্ছে সত্যিকার অর্থেই ডিভোর্স হয়েছে এই দম্পতির। এই দম্পতির বিচ্ছেদে দুজন সাক্ষীও ছিলেন। সাক্ষীদের একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং অন্যজন গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি।
অভিনেত্রী নুসরাত ফারিয়া গায়িকা কনার খুব ঘনিষ্ঠ বন্ধু। কনার স্বামী গহীনের সঙ্গেও তার ভাল সম্পর্ক ছিল। বিভিন্ন সময় এই তিনজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। দুজনের বিচ্ছেদেও স্বাক্ষীর তালিকায় নাম দেখা গেল এ চিত্রনায়িকার।
নুসরাত ফারিয়া নিজেও সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় রয়েছেন। জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তিনি ২০৭ নম্বর অভিযুক্ত ছিলেন। গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে দেশব্যাপী ব্যাপক সমালোচনার পরেই আদালত তাকে জামিনে মুক্তি দেন।