ম্যাসিভ হার্ট অ্যাটাক করে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা টিকু তালসানিয়া।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, শুক্রবার একটি সিনেমা দেখার পর থেকে অসুস্থ বোধ করতে থাকেন অভিনেতা। এমনকি বমিও করছিলেন। বর্তমানে অভিনেতার অবস্থা সংকটজনক বলে নিশ্চিত করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।
হিন্দি ধারাবাহিক ‘ইয়ে জো হ্যায় জ়িন্দেগি’ দিয়ে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেন টিকু তালসানিয়া। এর ঠিক ২ বছর পরে, ১৯৮৬ সালে মোট তিনটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ‘পেয়ার কে দো পল’, ‘ডিউটি’, আর ‘অসলি নকলি’, আ ছবিতে কাজ করার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমায়।