শ্রেয়া ঘোষাল, নামটা শুনলেই যেন সুরের মায়াজাল তৈরি হয়। আজ এই মিষ্টি গায়িকার জন্মদিন। ছোটবেলা থেকে গানই ছিল তার ধ্যানজ্ঞান। আজ বলিউডের প্রথম সারির গায়িকাদের মধ্যে তিনি অন্যতম।
১৯৮৪ সালের ১২ মার্চ মুর্শিদাবাদের বহরমপুরে জন্ম শ্রেয়ার। মাত্র চার বছর বয়স থেকেই মায়ের কাছে গানের তালিম শুরু। তারপর সোজা শাস্ত্রীয় সঙ্গীতের পথে যাত্রা। ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো জিতে ১৬ বছর বয়সেই তাক লাগিয়ে দিয়েছিলেন। সঞ্জয় লীলা বনশালীর ‘দেবদাস’ ছবিতে প্রথম প্লেব্যাক। আর প্রথমবারেই বাজিমাত! ‘বৈরী পিয়া’, ‘ডোলা রে’ গানগুলো আজও লোকের মুখে মুখে ফেরে।
শ্রেয়ার সাফল্যের ঝুলিতে রয়েছে চারটি জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার থেকে শুরু করে অসংখ্য সম্মাননা। শুধু হিন্দি নয়, বাংলা, তামিল, তেলেগু সহ বিভিন্ন ভাষায় তার গানের জাদু ছড়িয়ে আছে। ২০১৩ সালে ব্রিটিশ পার্লামেন্টেও সম্মানিত হয়েছেন তিনি। ২০১৭ সালে মাদাম তুসো মিউজিয়ামে তাঁর মোমের মূর্তি স্থাপিত হয়।
ব্যক্তিগত জীবনে শ্রেয়া ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন। তাদের মিষ্টি প্রেমের গল্পও যেন সিনেমার মতো। শ্রেয়া শুধু একজন অসাধারণ গায়িকাই নন, তিনি একজন অনুপ্রেরণাও। তার সুরেলা কণ্ঠ আর মিষ্টি হাসি আজও শ্রোতাদের মন জয় করে চলেছে।