জাহ্নবি কাপুর বড় হলেও মায়ের মৃত্যুর পর সংসারকে শক্ত করে আগলে রেখেছিলেন খুশি কাপুর।
খুশি কাপুর শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে। বনির চার সন্তানের চতুর্থ। তবুও মায়ের মৃত্যু সংবাদ শুনে শক্ত ছিলেন তিনি।
শ্রীদেবীর প্রয়াণের খবর যখন দুইবোনের কাছে আসে, জাহ্নবি ও খুশি যার যার রুমে ছিলেন। জাহ্নবি শুনতে পায়, খুশি চিৎকার করে কাঁদছেন। জাহ্নবি কাঁদতে কাঁদতে ছুটে যান ছোট বোনের রুমে। সেখানে খুশি যখন দেখেন জাহ্নবি একেবারেই ভেঙে পড়েছেন তখন খুশি বোনকে স্বান্তনা দেওয়া শুরু করেন।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ দুই বোন এসে সেই দিনের কথা স্মরণ করেন। তখন করণ জোহরকে খুশি জানান, আমার পরিবারে সবাই আমাকে শক্ত মনে করেন। তাই আমি কিভাবে যেন তখনই শক্ত হয়ে গেলাম। বোন আর বাবাকে সামলাতে শুরু করলাম।
জাহ্নবি বলেন, আমি ঐ দিনের পর মায়ের মৃত্যু নিয়ে খুশিকে কখনো কাঁদতে দেখিনি।