শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী কবীর সুমন। তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন কলকাতার শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড. সৌমিত্র ঘোষ। এছাড়া গায়কের ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্তও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন।
ড. সৌমিত্র জানান, হাসপাতালে ভর্তির সময় সুমনের অক্সিজেনের মাত্রা ছিল ৯০। তাই তাকে অক্সিজেন দেওয়া হয়। তার কোভিড ১৯ পরীক্ষাও করা হয়েছে। তবে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিকে মনীষা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।”
প্রসঙ্গত, জনপ্রিয় এই গানওয়ালা ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশে এসেছিলেন। পশ্চিমবঙ্গের শিল্পী হলেও বাংলাদেশে তার জনপ্রিয়তা অনেক। তিনিও একইভাবে পছন্দ করেন তার বাংলাদেশি ভক্তদের।
এর আগে ২০২২ সালেও তার আগমন ঘটেছিল ঢাকায়। ‘তোমাকে চাই’ শীর্ষক অ্যালবাম ছিল কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম। যা প্রকাশিত হয়েছিল ১৯৯২ সালে। এই অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালে ঢাকায় আয়োজন করা হয়েছিল ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন’ শিরোনামে গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই ঐ বছর এসেছিলেন তিনি।