শি’ক্ষা’র্থীদের দাবি আদায়ের আ’ন্দো’ল’নে অংশ নিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আ’বু সা’ঈ’দ। নিরস্ত্র এই শিক্ষার্থীর এমন মৃত্যু মেনে নিতে পারেননি দেশবাসী। এ তালিকায় আছেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান।
আবু সাঈদের মৃ’ত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার অবস্থান নিয়েছেন তাসরিফ। প্রথমে তিনি একটি স্ট্যাটাস পোস্ট করে লেখেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, আ’বু সা’ঈ’দ ভাইকে শহীদ হতে দেখলাম। কয়টা দিন ধরে শুধু কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। মানুষের উপর মানুষের নির্মমতা দেখে কেমন জানি পাথর হয়ে গেছি।’
এরপর আ’বু সা’ঈ’দের পরিবারের নাম্বার জোগাড় করেন তাসরিফ। অবশেষে শোক আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ান তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী নিজেই।
১৭ জুলাই আরও একটি স্ট্যাটাস পোস্ট করে তাসরিফ খান বলেন, নিহত আ’বু সা’ঈ’দের মায়ের সঙ্গে কথা হয়েছে তার। এ সময় নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠিয়েছেন বলে জানান তিনি।
তাসরিফের ভাষ্যমতে, ‘আমাদের এক ছোটবোন তাদের বাসায় গিয়েছিল। তার মাধ্যমে আমি আমার সামর্থ অনুযায়ী ভালোবাসা পাঠিয়ে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি।’
সংগীতশিল্পী তার স্ট্যাটাসে যোগ করেন, ‘আপনাদের উদ্দেশ্যে বলবো আবু সাঈদ ভাই একা নন। আরও অনেক মায়ের কোল খালি হয়েছে। সবাই এক জায়গায় জড়ো না হয়ে সম্ভব হলে আপনারা তাদের পাশেও দাঁড়িয়েন। যখন যেখানে সুযোগ হবে আমি সেখানেই ছুটে গিয়ে চেষ্টা করবো নিজের মতো করে কিছু একটা করে দেবার।’
সবশেষে তিনি লেখেন, ‘আর কোন মায়ের কোল খালি না হোক। আল্লাহ তুমি একটা ফয়সালা করো, আমিন।’