শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা জানানোর পর চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে অভিনেতা আহমেদ রুবেলকে। দুপুর ১টা ৫ মিনিটে সম্পন্ন হয় জানাজা। সেখান থেকে সোয়া ১টার দিকে আহমেদ রুবেলের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়।
গাজীপুরের আসরবাদ উত্তর ছায়াবীথি জোড় পুকুর মসজিদে হবে তার দ্বিতীয় নামাজে জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে অভিনেতাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।