Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ২, ২০২৪
Your Image

শেষবারের মতো এফডিসিতে আসলেন চিত্রনায়ক ফারুক

।। লাঠিয়ালের বিদায়বেলা… ।।

স্তব্ধ শোবিজ অঙ্গন, স্তব্ধ এফডিসি। সিঙ্গাপুরে নায়ক ফারুকের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এফডিসিতে দুপুর ১টা ৫০ মিনিটে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিনোদন জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্পী, নির্মাতা ও কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন এসময়। প্রিয় ‘ফারুক ভাই’ কে শেষবারের মত শ্রদ্ধা জানাতে হবে তো! “আমাদের অনেক স্মৃতি আছে, অনেক খুনসুটি আছে”, সহকর্মীর বিদায়কালে আবেগাপ্লুত কণ্ঠে বলছিলেন রোজিনা। “দূর থেকে দেখলেই উনি ডাকতেন ‘এইইই ভাইগ্না এদিকে আয়’। আমরা হয়তো দেখি নাই, উনি আমাকে চিৎকার করে এফডিসিতে ডাকতেন। আমি দৌড়ায় চলে আসতাম কাজ কর্ম ফেলে। এইযে উনার ডাকটা, সেই ডাকটা তো আর কেউ ডাকবে না!” ‘ফারুক মামা’ কে নিয়ে বলেন ড্যানি সিডাক। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, “মিয়াভাইকে যেকোনো সংকট, আনন্দ-উৎসবে পাশে পেয়েছি। নিজের যত ব্যস্ততাই থাকুক তিনি চলে আসতেন। কিন্তু এবার এফডিসিতে এলেন নিথর দেহে। তাকে এভাবে এত দ্রুত হারিয়ে ফেলবো কল্পনা করতেই বুকটা কেঁপে উঠছে। এছাড়াও এফডিসিতে ফারুকের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায় রুবেল, মিশা সওদাগর, ডিপজল, অঞ্জনা, সুজাতা, অরুণা বিশ্বাসসহ আরো অনেককেই। এফডিসি থেকে চলে যাবার পথে ফারুকের লাশবাহী অ্যাম্বুলেন্সেই ছিলেন অভিনেতা মিশা সওদাগর। এর আগে ভক্ত ও জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ফারুকের মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ১৬ মে সন্ধ্যায় নিজ জন্মস্থান গাজীপুরের কালিগঞ্জে তার মরদেহ নেওয়া হয়। এরপর সেখানের দখিন সোম টিওরী জামে মসজিদে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। অবশেষে পাঠান বাড়ি পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় এই তাকে…

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে- পরমব্রত চট্টোপাধ্যায়

‘পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে’- ‘আজব কারখানা’ চলচ্চিত্রের…
0
Share