১৭ আগস্ট কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘বাংলাদেশ রক ফেস্ট’। যেখানে পারফর্ম করে শূন্য ব্যান্ড আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে জুলাইয়ের ছাত্র- জনতার আন্দোলনের কথা।
শূন্যের ‘শোনো মহাজন’ গানটি প্রেরণা জুগিয়েছে আন্দোলনকারীদের। নেটিজেনরা আন্দোলনের বিভিন্ন ছবি ও ফুটেজের সাথে গানটি ব্যবহার করায় শ্রোতাদের পছন্দের গানের তালিকায় নতুন করে যুক্ত হয় এ গান।