আফরান নিশো- তমা মির্জা অভিনীত ‘দাগি’ সিনেমার পর আবারও নির্মাণে নামছেন এসময়ের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। তবে সিনেমা নয়, ওটিটি প্ল্যাটফরমের জন্য নির্মাণ করতে যাচ্ছেন রোমান্টিক ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।
এই ওয়েব ফিল্মে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি গড়ছেন দুই সংগীত তারকা প্রীতম হাসান ও জেফার রহমান।
জানা গেছে, বুধবার ৭ মে রাজধানী ঢাকাতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং, চলবে টানা ৫ দিন। এরপর কক্সবাজারের মনোরম লোকেশনে হবে এর বাকি অংশের দৃশ্যায়ণ।
শিহাব শাহীন বলেন, “‘তুমি আমি শুধু’ একদম রোমান্টিক ঘরানার প্রজেক্ট। নতুন গল্প, নতুন জুটি। প্রীতম এবং জেফার দুজনেই গানের মানুষ। এই দুজনকে নিয়ে একটা নতুন চ্যালেঞ্জ। দর্শকদের পছন্দ হবে আশা করি।”
এদিকে প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার সর্বশেষ অভিনয় করেছেন শিহাব শাহীনের ‘অ্যালেন স্বপন সিজন ২’তে। অন্যদিকে ‘দাগি’ সিনেমা নির্মাণ করে দেশ ও দেশের বাইরে প্রশংসা কুড়াচ্ছেন শিহাব শাহীন।
আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জের জন্য নির্মিত হতে যাচ্ছে এই ওয়েব ফিল্মটি।