২ মে, ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন।
শুধু সিনেমা নয়, বাংলা সাহিত্যে অবদানের জন্যও বিখ্যাত ছিলেন তিনি। নির্মাতা হবার পাশাপাশি তিনি একাধারে ছিলেন লেখক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং শিল্প নির্দেশক। কিংবদন্তি এই নির্মাতা প্রসঙ্গে অস্কারজয়ী বিখ্যাত জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়া বলেছিলেন, ‘মি.রায়ের সিনেমা না দেখার বিষয়টি এমন যে, আপনি পৃথিবীতে বসবাস করছেন, অথচ সূর্য বা চাঁদ দেখেনি।’
সিনেমায় নির্মাতার অসামান্য অবদানের জন্য ১৯৯২ সালের অস্কার আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয় সত্যজিৎ রায়কে।