সেলুলয়েডের পর্দায় যিনি বঞ্চিত মানুষের কথা বলতেন, তিনি হলেন জহির রায়হান।
গল্প- উপন্যাসে যিনি ফুটিয়ে তুলতেন বিপ্লব- প্রতিবাদের চিত্র, তিনি হলেন জহির রায়হান।
বাংলাদেশের অন্যতম এই উজ্জ্বল নক্ষত্রের জন্মদিন ১৯ আগস্ট। মাত্র ছত্রিশ বছরেই তার জীবন প্রদীপ নিভে গেলেও চব্বিশের রক্তঝরা জুলাইয়ের আন্দোলনেও তিনি জুগিয়েছেন প্রেরণা তার কাজ দিয়ে।
‘আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো’, বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায়ে ছাত্র- জনতার এই প্রতিবাদের ভাষা জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাস থেকেই অনুপ্রাণিত।