১ জুলাই, সোমবার কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালে আজকের দিনে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার শাহপুর গ্রামে তার জন্ম। তবে বেড়ে ওঠা রংপুর ও ঢাকাতেই।
নিজের বিশেষ দিনে গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে আব্দুল হাদী জানিয়েছেন, ‘জীবনের আরেকটি নতুন বসন্ত শুরু হলো। অনেকগুলো বসন্ত পেরিয়ে আজ ৮৫তে আমি। দেখতে দেখতে জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। জীবনকে যখন যেভাবে পেয়েছি সেভাবেই মূল্যায়ন করার চেষ্টা করেছি। এখনো তাই। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।’
তিনি আরও বলেন, আমি কখনো বড় আয়োজনে নিজের জন্মদিন পালন করিনি। এটা আমার পছন্দও নয়। যা হয় তা ছোট পরিসরে, ঘরোয়া আয়োজন। এবারও তাই হচ্ছে।’
ছোটবেলায় বাড়িতে থাকা গ্রামোফোন রেকর্ডের গান শুনেই গানের প্রতি ভালোবাসার জন্ম এই গুণী শিল্পীর। গানের ব্যাকরণ বা ক্লাসিক্যাল দিকগুলোর প্রতি দক্ষতা থেকে তিনি হয়ে উঠেছিলেন দেশের গানের ভুবনে এক অনন্য দিকপাল।
কিংবদন্তি এই শিল্পী বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত-অনুরাগী থেকে সহকর্মীদের অনেকেই।
প্রসঙ্গত, দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ‘আছেন আমার মোক্তার’, ‘এমনও তো প্রেম হয়’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘চোখ বুঝিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথী’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’সহ অসংখ্য কালজয়ী গান। শ্রেষ্ঠ গায়ক হিসেবে পাঁচবার পেয়েছেন জাতীয় পুরস্কার।