Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, অক্টোবর ২, ২০২৪
Your Image

শুভ জন্মদিন অনবদ্য আব্দুল হাদী

১ জুলাই, সোমবার কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালে আজকের দিনে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার শাহপুর গ্রামে তার জন্ম। তবে বেড়ে ওঠা রংপুর ও ঢাকাতেই।

নিজের বিশেষ দিনে গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে আব্দুল হাদী জানিয়েছেন, ‘জীবনের আরেকটি নতুন বসন্ত শুরু হলো। অনেকগুলো বসন্ত পেরিয়ে আজ ৮৫তে আমি। দেখতে দেখতে জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। জীবনকে যখন যেভাবে পেয়েছি সেভাবেই মূল্যায়ন করার চেষ্টা করেছি। এখনো তাই। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই।’

তিনি আরও বলেন, আমি কখনো বড় আয়োজনে নিজের জন্মদিন পালন করিনি। এটা আমার পছন্দও নয়। যা হয় তা ছোট পরিসরে, ঘরোয়া আয়োজন। এবারও তাই হচ্ছে।’

ছোটবেলায় বাড়িতে থাকা গ্রামোফোন রেকর্ডের গান শুনেই গানের প্রতি ভালোবাসার জন্ম এই গুণী শিল্পীর। গানের ব্যাকরণ বা ক্লাসিক্যাল দিকগুলোর প্রতি দক্ষতা থেকে তিনি হয়ে উঠেছিলেন দেশের গানের ভুবনে এক অনন্য দিকপাল।

কিংবদন্তি এই শিল্পী বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত-অনুরাগী থেকে সহকর্মীদের অনেকেই।

প্রসঙ্গত, দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ‘আছেন আমার মোক্তার’, ‘এমনও তো প্রেম হয়’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘চোখ বুঝিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথী’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’সহ অসংখ্য কালজয়ী গান। শ্রেষ্ঠ গায়ক হিসেবে পাঁচবার পেয়েছেন জাতীয় পুরস্কার।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কাকে মানসিক বিকারগ্রস্ত বললেন বিজরী বরকতুল্লাহ?

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ভূমিকায় দেখা যায় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহকে। প্রায় সময়ই সেখানে বিভিন্ন বিষয়ে নিজের…

উত্তরাঞ্চলে বন্যা,পাশে দাঁড়ানোর আহ্বান শোবিজ তারকাদের

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানিতে সৃষ্ট বন্যায় দেশের উত্তরাঞ্চলের অন্তত ৭০ হাজার…
0
Share