অ্যাকশন থ্রিলার ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদাহ শর্মা। মধ্যরাতে স্ট্যান্টের মহড়া করতে গিয়ে এমনটা হয়েছে বলে জানিয়েছে ইণ্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদন থেকে জানা গেছে, চোট এতটাই গুরুতর যে তার নাকে আঘাত লেগেছে। তবুও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন।
বিষয়টি নিয়ে আদাহ শর্মা বলেছেন, ‘ব্যথা তো সাময়িক, সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।’
অভিনেত্রীর ভাষ্যে, ‘আইস প্যাক লাগিয়েছি, সেই সঙ্গে মেক আপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে কাজ করতে গিয়ে মনের আরও জোর পেয়েছি।
‘১৯২০’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে আদাহ শর্মার। ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিলেন আদাহ। পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল।