‘হাউসফুল’ ফ্রাঞ্চাইজির পঞ্চম কিস্তি ‘হাউসফুল ৫’ সিনেমার শুটিংকালে চোখে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, হাউসফুলের সেটে একটি দৃশ্যের শুটিং চলাকালীন কিছু একটা দ্রুত বেগে এসে অভিনেতার চোখে আঘাত করে। আর এই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলিউড খিলাড়ির একটি চোখ। এই ঘটনার পরই সেটে চিকিৎসক ডাকা হয়। তিনিই প্রাথমিক চিকিৎসা করেন। ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেন আক্কির চোখ। আপাতত সেই চিকিৎসক জানিয়েছেন, বিশ্রামে থাকতে হবে অক্ষয়কে।
উল্লেখ্য, তরুণ মানসুখানির পরিচালনায় আসছে ‘হাউজফুল ৫’। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে সিনেমাটি। নক্ষত্রখচিত এই ফ্রাঞ্চাইজিতে অভিনয় করছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফসহ আরও অনেকেই।