চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা ও প্রযোজক মিজানুর রহমান লাবু পরিচালিত সিনেমা ‘আতরবিবিলেন’। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ায় নির্মাতারা এবার সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিতে শুরু করেছেন।
মডেল ও অভিনেত্রী ফারজানা সুমি আতরবিবিলেনের মুখ্য চরিতে অভিনয় করেছেন। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে লিখেছেন মিজানুর রহমান লাবু। চরিত্রটি সম্পর্কে সুমি বলেন, ‘আতরবিবি সমাজের অন্য নারীদের মতোই স্বাভাবিক আর সুন্দর জীবনের স্বপ্ন দেখে। কিন্তু ভদ্রবেশি কিছু ভয়ংকর স্বার্থলোভী মানুষের স্বার্থ উদ্ধারের জন্য বারবার বলি হতে হয় তাকে। তার জীবনের নানা ঘাত-প্রতিঘাতের ঘটনাকে এক সুতোয় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন সিনেমার কাহিনি। পরতে পরতে রয়েছে আতরবিবির সংগ্রামী জীবন।’
সিনেমাটিতে অভিনয়ের জন্য সুমি নিয়েছিলেন দীর্ঘ প্রস্তুতি। সেই প্রস্তুতি সম্পর্কে নায়িকা বলেন, ‘একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা যেকোনো অভিনেতার জন্যই বড় পাওয়া। যদিও নির্মাতা লাবু ভাইয়ের কল্পনার আতরবিবি হওয়াটা খুব সহজ ছিল না। এই চরিত্রের জন্য আমাকে প্রচুর হোমওয়ার্ক করতে হয়েছে। স্ক্রিপ্টের আতরবিবির মতো করে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। সেভাবেই খেয়েছি, পরেছি, কথা বলেছি। তার পরেই ক্যামেরার সামনে আতরবিবি হয়ে দাঁড়িয়েছি। নির্মাতার চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বোচ্চ চেষ্টা করেছি। অসম্ভব রকমের পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। ডাবিং করার সময় সিনেমার ফুটেজ দেখে ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শকেরও ভালো লাগবে সিনেমাটি।’
গোলাম মুস্তফা প্রকাশ সিনেমায় ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন। এই অভিনেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলায় অধ্যয়ন করেছেন। প্রকাশের সিনেমায় অভিষেক পশ্চিমবঙ্গের ‘নটবর নট আউট’ দিয়ে। তার সঙ্গে ছিলেন রাইমা সেন। আরও ছিলেন মির আফসার আলী, খরাজ মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, মুনমুন সেনের মতো অভিনয়শিল্পীরা।
আতরবিবিলেন সিনেমা সম্পর্কে অভিনেতা প্রকাশ বলেন, ‘নানা কারণেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে দেরি হয়ে গেল। তবে দেরি হলেও একটা ভালো সিনেমা দর্শককে উপহার দিতে পারব বলে আশা করছি।’
আতরবিবিলেন সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন প্রমুখ।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লি, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে শুটিং হয়েছে আতরবিবিলেন সিনেমাটির ।