অভিনেত্রী আফসানা মিমি শিশু-কিশোরদের জন্য নিয়েছেন এক নতুন উদ্যোগ। নাম ‘ইচ্ছেতলা’। এটি একটি প্রতিষ্ঠান যা উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত। এখানে শিশু-কিশোরেরা নাচ, গান, অভিনয়, ছবি আঁকাসহ নানা ধরনের সংস্কৃতিচর্চা করে। ইচ্ছেতলার শিক্ষার্থীরা প্রথমবারের মতো মঞ্চে নিয়ে আসছে নাটক ‘বনের ধারে নদী’।
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে নাটকটি দেখানো হবে। প্রথম শো শুরু হবে ২৫ জুলাই বিকেল সাড়ে ৫টায়। দ্বিতীয় শো একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায়।
ইচ্ছেতলা নিয়ে আফসানা মিমি বলেন, ‘ইচ্ছেতলা শিশু-কিশোরদের এক মুক্ত পৃথিবী। যেখানে ওরা আনন্দে নাচে, গলা ছেড়ে গান করে, মনের রং দিয়ে ছবি আঁকে, চারপাশের জীবন ও জগৎকে দেখতে শেখে। সুন্দর করে নিজেদের প্রকাশ করে। ওদের মনের বিকাশের জন্য মঞ্চনাটক দারুণ একটা মাধ্যম। তাই ইচ্ছেতলার শিশু-কিশোররা সবাই মিলে একটা গল্প বলার জন্য এই নাটকটা করেছে। বনের ধারে নদী ওদের প্রথম পদক্ষেপ।‘
সৌমিত্র বসুর রচনায় এ নাটকের গল্পে দেখা যাবে এক বনের গল্প। সেই বনের ধারে ছিল একটা নদী। বনে বাস করত নেকড়ে, হরিণ, হাতি, খরগোশ, বানর, প্রজাপতিসহ হাজার হাজার পশুপাখি। একদিন নেকড়ে বলল, এই নদী শুধু তার। এই নিয়ে ঝগড়া বেঁধে গেল হাতির সঙ্গে। হঠাৎ বন্দুক নিয়ে সেই বনে মানুষ এল। তারা বলল, এই নদী শুধু মানুষের। শুরু হলো ভীষণ যুদ্ধ।
নাটকের নির্দেশনায় ছিলেন মো. ফরহাদ আহমেদ শামীম। মঞ্চ ও আলোক নির্দেশনা মো. সাইফুল ইসলাম, সংগীত পরিচালনা দেবাশীষ দেব, প্রযোজনা অধিকর্তা সানজিত সুপ্ত। নির্দেশনা উপদেষ্টা হিসেবে আছেন আফসানা মিমি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হৃদো, রাজকন্যা, দিব্য, প্রাপ্তি, অরুদ্ধ, যাইফ, সাচমিন, আরিবা, নামিরা, আনাস, আরুশা, আহনাফ, অনুষ্কা, ঐশী, জয়িতা, আনায়াসহ অনেকে।