দেশের চলমান পরিস্থিতিতে শি’ক্ষা’র্থীদের সাথে সংহতি জানিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গানের আয়োজন করার উদ্যোগ নিয়েছে দেশের শ্রোতাপ্রিয় কয়েকটি ব্যান্ডদল।
৩ আগস্ট। আজ ঠিক বিকাল ৩টায় মধ্যেই রবীন্দ্র সরোবরে মিলিত হয়ে গানের মিছিল নিয়ে হীদ মিনারের দিকে যাত্রা করার ঘোষণা দিয়েছে শিল্পীরা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ব্যান্ডদল আর্টসেল জানিয়েছেন, ‘৩ আগস্ট বিকেল ৩ টায় শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আমরা সংগীত শিল্পীরা সবাই মিলিত হবো রবীন্দ্র সরোবরে (ধানমণ্ডি ৮/এ) । গানে গানে আমরা শিল্পীরা সংহতি প্রকাশ করবো। যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন 🙏 GET UP STAND UP’
আরেকদিকে শিরোনামহীন ব্যান্ড যারা শিল্পীদের এই কর্মসূচিকে স্বাভাবিক কনসার্ট ভেবেছিলেন তাদের উদ্দেশ্যে লিখেছেন, ‘রবীন্দ্র সরোবরে আমাদের GET UP STAND UP পূর্ব নির্ধারিত কর্মসূচী, এখানে কোন কনসার্ট হচ্ছে না আর আমাদের কোন ভক্তকেও আমরা এখানে আসতে বলিনি। আমরা সব মিউজিসিয়ানরা একত্রে দাঁড়িয়ে ছাত্রদের আ’ন্দো’ল’নের সাথে সংহতি প্রকাশ করবো এটাই প্ল্যান। এখানে আসার কথা জানানোর পর আমরা জেনেছি শিক্ষার্থীদের শহীদ মিনারের কর্মসূচীর কথা। ৩ টায় রবীন্দ্র সরোবরে সবাই একত্র হয়ে পরবর্তীতে শহীদ মিনারেও যাওয়া যাবে। শিক্ষার্থীদের পাশে আমরা আছি। এ ব্যাপারে আর কোনরকম বিভ্রান্তি না ছাড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি….’
প্রসঙ্গত, আর্টসেল, শিরোনামহীন ছাড়াও ‘গেট আপ-স্ট্যান্ড আপ’ আয়োজনের সাথে সংশ্লিষ্ট ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে- ক্রিপটিক ফেইট, জলের গান, ওয়ারফেজ, মাইলস, চিরকুট, অ্যাশেজ ইত্যাদি।