রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ ও শোবিজ জগত। তবে এই শোকের মাঝেও জীবন দিয়ে যারা শিশুদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে গেছেন তাদের স্মরণ করতে ভোলেননি সাধারণ মানুষ ও দেশের তারকারা। মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরীকে তাই শ্রদ্ধার সাথেই স্মরণ করছেন তারকারা।
সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী নিহতদের স্মরণে শোক প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এছাড়াও আরেকটি পোস্টে পড়শী লিখেছেন, আমরা দেশের জন্য আত্মত্যাগ করা অনেক মহান মানুষকে শহীদের মর্যাদা দিই …. কিন্তু এমন একজন শিক্ষিকার আত্মত্যাগও কি সেই মর্যাদার থেকে কম কিছু?
তিনি বলেন, ‘দেশের প্রতি যখনই হতাশা ভর করে, তখন মাহরীন চৌধুরীর মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন—এই দেশ এখনো বেঁচে আছে। আগুন আর আতঙ্কের মধ্যে নিজের কথা না ভেবে শিশুদের আগে বাঁচাতে ছুটে যাওয়া এই শিক্ষিকা শুধু একজন শিক্ষক নন—তিনি এই দেশের সত্যিকারের বীর। আল্লাহ্ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।‘
সংগীতশিল্পী আসিফ আকবর শিক্ষক মাহরীন চৌধুরীর বলা “দৌড়াও, ভয় পেওনা, আমি আছি” কথা স্মরণ করেন। এছাড়াও তিনি লিখেন, ‘নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্র ছাত্রীদের জন্যও অমোঘ মায়া !
হেরে গেলেন মা মাহরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহরীন ম্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে।
অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডীর চেয়ে আরো ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম্যাডাম মাহরীন চৌধুরী।
নিয়তির নিষ্ঠুরতাকে ব্যতিক্রম প্রমান করে মা,বাবা,শিক্ষক- এই তিন এ কোন পার্থক্য রাখতে দেননি দ্য সিক্রেট সুপারস্টার ম্যাম মাহরীন। বিনম্র শ্রদ্ধা।“