Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুলাই ৯, ২০২৫

শাহরুখ খানের রেকর্ড ভেঙে দিলেন রাশ্মিকা মান্দানা

দক্ষিণের ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার জয়জয়কার এখন বলিউডেও। দুর্দান্ত সব  ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে দিন দিন হয়ে উঠছেন সবার পছন্দের তালিকায়। মান্দানা এবার প্রবেশ করেছেন হাজার কোটি আয়ের ক্লাবেও।

পুস্পা ২ তে মান্দানা | ছবি: সিনেমা থেকে

রাশ্মিকা সম্প্রতি এক মাইলফলক গড়েছেন যা তার ক্যারিয়ারের বদলে দিতে যাচ্ছে। ভারতের স্বনামধন্য সব অভিনেত্রীকে পেছনে ফেলে তিন হাজার কোটি আয়ের ক্লাবে প্রবেশ করেছেন এ দক্ষিণী কুইন। বক্স অফিসের রিপোর্ট অনুসারে, দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়াদের ঝুলিতেও নেই যে রেকর্ড, তা এখন রাশ্মিকার ঝুলিতে। বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০০ কোটি টাকার বেশি আয় করেছে তার সর্বশেষ তিনটি সিনেমা। একজন নায়িকা হিসেবে যা অনন্য রেকর্ড। যে রেকর্ড একজন নায়ক হিসেবে রয়েছে শুধুই শাহরুখ খানের। ২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পরপর তিনটি সিনেমাই ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে। পরপর তিনটি সিনেমা বক্স অফিসে দারুণ পারফর্ম করার কারণে ইতোমধ্যে সিনেপ্রেমীরা তাকে লাকি চার্ম বলতে শুরু করেছেন।  

মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার মধ্যে তালিকার প্রথমে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’, দ্বিতীয় অবস্থানে ‘পুষ্পা ২’ এবং তৃতীয় স্থানে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছাভা’।

২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’ বিশ্বব্যাপী ৯০০ কোটি টাকা আয় করে। এতে রাশ্মিকার পাশাপাশি প্রধান চরিত্রে ছিলেন রণবীর কাপুর এবং তার সঙ্গে ছিলেন ববি দেওল, অনিল কাপুর ও তৃপ্তি দিমরি। এরপর ২০২৪ সালে আবারও অভিনেত্রী ফিরে আসেন সুকুমার পরিচালিত সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা ২ : দ্য রুল-এ শ্রীভল্লি চরিত্রে। যেখানে তিনি পুষ্পা রাজ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন।  প্যান-ইন্ডিয়ান এই সিনেমাটি বিশ্বব্যাপী ১৮০০ কোটি টাকা আয় করে এবং বিগত বছরের সবচেয়ে বড় হিট সিনেমা হিসেবে প্রমাণিত হয়।

অ্যানিমাল সিনেমায় মান্দানা | ছবি: সিনেমা

এছাড়াও গত ১৪ ফেব্রুয়ারিতে ভালবাসা দিবসে মুক্তি পায় অভিনেত্রীর সর্বশেষ সিনেমা ‘ছাভা’। এতে ভিকি কৌশলের বিপরীতে প্রধান নারী চরিত্রে আছেন মান্দানা। চলচ্চিত্রটি বক্স অফিসে দাপট দেখিয়ে এখন পর্যন্ত আয় করেছে ৬৪০ কোটির মতো। পরপর তিনটি সিনেমা বক্স অফিসে তিন হাজার তিনশ কোটিরও বেশি আয় করেছে যা একজন অভিনেত্রী হিসেবে অনন্য এক মাইলফলক রাশ্মিকার জন্য। এর আগে বলিউড বাদশা শাহরুখ খান এক বছরে নিজের তিন সিনেমার মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা আয় করেন যা ভারতীয় নায়কদের মধ্যে সর্বোচ্চ। নায়িকা হয়ে বলিউড বাদশা শাহরুখকে টেক্কা দিলেন রাশ্মিকা। শাহরুখ খানের শেষ তিনটি সিনেমার সম্মিলিত আয়ের চেয়েও রাশ্মিকার শেষ তিন সিনেমার সম্মিলিত আয় অনেকটাই বেশি।

এদিকে মাইলফলকের দিক থেকে শাহরুখ খানকে টপকে সামনে সালমান খানের সঙ্গে পর্দায় দেখা মিলবে রাশ্মিকার। ঈদুল ফিতরে আসছে সালমান খানের ‘সিকান্দার’। এতেও রয়েছেন রাশ্মিকা। ইতোমধ্যেই সিনেমাটির টিজার বেশ সাড়া ফেলেছে। ভক্তদের প্রত্যাশা, এটিও বক্স অফিসে দারুণ সফল হবে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশাল চমক আর শাহরুখ-প্রিয়াঙ্কার পুনর্মিলনে আসছে ‘ডন ৩’  

বলিউডে ‘ডন ৩’ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার সেই আলোচনা আবারো তুঙ্গে। ফারহান আখতারের এই ছবিতে আসছেন…

এবার তিন কোটি টাকা পারিশ্রমিক নিলেন শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা শাকিব খানের পারিশ্রমিক এখন ধরাছোঁয়ার বাইরে। ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে…

অভিনেত্রী সিমি গারেওয়াল; পতৌদির প্রেম আর রতন টাটার দুঃখ  

ভারতের ৭০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সিমি গারেওয়াল। ১৯৪০ সালের ১৭ অক্টোবর ভারতের পাঞ্জাবের এক গারেওয়াল…
Exit mobile version