সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রোতাপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। এবার রাজধানী ঢাকার শাহবাগ এলাকার নতুন নামকরণ নিয়ে কথা বললেন তিনি।
বিগত সরকারের পতনের পর থেকে এতদিনের জমে থাকা বিভিন্ন দাবী নিয়ে সামনে আসছেন মানুষেরা। আর বেশির ভাগ মানুষই বর্তমানে দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবী উপস্থাপনের মূল জায়গা হিসেবে বেছে নেন শাহবাগ এলাকা।
গেলো ২৬ আগস্ট রিকশাচালকদের দুটি দল তাদের দাবি নিয়ে জড়ো হয় শাহবাগে। যা স্বাভাবিকভাবেই হতবাক করেছে অনেককে। একারণেই নেটিজেনদের অনেকেই মজার ছলে শাহবাগের নাম পরিবর্তনের প্রস্তাব দিচ্ছিলেন। সেই তালিকাতেই যুক্ত হয়েছেন কুদ্দুস বয়াতি।
গায়ক তার ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে লেখেন, ‘শাহবাগের নাম পাল্টে মামা বাড়ির আবদারবাগ রাখা হোক।’
কুদ্দুস বয়াতির পোস্টটি লুফে নিয়েছেন তার অনুসারীরা। অনেকেই সেই পোস্ট শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন। অনেকে আবার মন্তব্যের ঘরে নিজ নিজ মতামত লিখেছেন। একজন লিখেছেন, ‘বাহ্! অসাধারণ। ভালো প্রস্তাব দিয়েছেন।’ আরেকজন আবার লিখেছেন, ‘এত সুন্দর কথা কেমনে কইলেন।’
ভাইরাল এই পোস্ট প্রসঙ্গে কথা বলেছেন কুদ্দুস বয়াতি। তিনি বলেন, ‘কয়েকদিন আগে নতুন সরকার এসেছে। এখনো সবকিছু ঠিকঠাক শুরু করতে পারেনি নতুন সরকার। অথচ এই সময়ের মধ্যেই অনেকে তাদের দাবি-দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করছে, কেউ আবার শাহবাগে জড়ো হয়ে আন্দোলন করছে। যা যুক্তিসংগত নয়। এ কারণেই ফেসবুকে এমনটা লিখেছি।‘
উল্লেখ্য যে, ১৯৯২ সালে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না আরও দিন আছে’ শীর্ষক গানে কণ্ঠ দিয়ে শ্রোতামহলে পরিচিতি লাভ করেন কুদ্দুস বয়াতি। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গান গাওয়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন মাধ্যমে কুদ্দুস বয়াতি সমসাময়িক দেশের বিভিন্ন বিষয়ে নিজের মতামত ব্যক্ত করে আলোচনায় থাকেন।