বাংলাদেশে অভিষেক করতে চলেছেন পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ‘কারাগার’ খ্যাত বাংলাদেশি পরিচালক সৈয়দ আহমেদ শাওকীর নির্মাণে নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি।
জানা গেছে, ঢাকায় আসছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ‘গুলমোহর’ শীর্ষক ওয়েব সিরিজে কাজ করতেই তার এই সফর। ইতিমধ্যে সিরিজটির শুটিং করতে অভিনেতাকে অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ২০ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কিছু শর্তসাপেক্ষে শুটিংয়ের অনুমতি পেয়েছেন শাশ্বত। ২৫ জুন থেকে আগামী ৭ জুলাইয়ের ভেতর শুটিং করবেন তিনি। পাঁচ দিন শুটিং করার কথা রয়েছে তার।
যদিও বিষয়টি নিয়ে অফিশিয়ালি কোনও বক্তব্য দেননি পরিচালক শাওকী। তিনি জানান, এ বিষয়ে কথা বলবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। কেননা, সিরিজটি নির্মিত হচ্ছে চরকির জন্য। আর এটি প্রযোজনা করছে ফিল্ম সিন্ডিকেট।
প্রসঙ্গত, টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডেও দাপটের সাথে অভিনয় করতে দেখা যায় শাশ্বত চট্টেপাধ্যায়কে। তিনি কাজ করেন দক্ষিণ ভারতের সিনেমাতেও। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার আসন্ন সিনেমা- ‘কল্কি ২৮৯৮ এডি’। এ সিনেমায় আছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও অমিতাভ বচ্চনের মত গুণী তারকারা।