Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

শামীম-তানিয়ার ‘শ্বশুর আব্বার টি-স্টল’

‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটকের পোস্টার | ছবি: ফেসবুক

২৯ জানুয়ারি প্রকাশ্যে এসেছে পারিবারিক ঝগড়া, সামাজিক টানাপড়েন আর হাস্যরসের মজায় ভরপুর, শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটক।

জুয়েল এলিনের লেখা এবং জাকিউল ইসলাম রিপন পরিচালিত নাটকটিতে টেবিল চায়ের কাপে নয় বরং সম্পর্কের আড্ডায় হয়েছে সরগরম। নাটকের গল্প এগিয়েছে সদ্য বিবাহিত দম্পতিকে কেন্দ্র করে। প্রেমের টানে বাবার আদর ছেড়ে এক নতুন জীবনের পথে পা বাড়িয়ে দুই পরিবার থেকেই বঞ্চিত হন নবদম্পতি। ছেলের একমাত্র সম্বল ব্যাটারিচালিত রিকশা ও মেয়ে কাজ নেয় মানুষের বাসাবাড়িতে। ঠিক এখান থেকেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

গল্পের মূল চরিত্রে থাকা শামীম হাসান সরকার গণমাধ্যমকে বলেছেন, ‘এটা এমন এক গল্প, যা দেখলে মানুষ মন খারাপ ভুলে হাসতে বাধ্য হবেন। সঙ্গে সামাজিক বার্তাও রয়েছে। আশা করি দর্শকরা নাটকটি পছন্দ করবেন। শুটিং সেটে কাজের সময় ইউনিটের সবাই হেসেছি। দর্শকরাও না হেসে পারবেন না।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকে আমি হাওয়া চরিত্রে অভিনয় করেছি। মজার একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এত মজার গল্প আমরা শুটিং সেটে নিজেরাই অনেক মজা পেয়েছি। দর্শকরা উপভোগ করবেন গ্রামীণ পরিবেশে নির্মিত নাটকটি।’

নির্মাতা জাকিউল ইসলাম রিপন বলেন, ‘গল্পটি যেমন হাসায়, তেমনই পরিবারের জটিলতাগুলো নিয়ে ভাবতে বাধ্য করে। ‘শ্বশুর আব্বার টি-স্টল’ দেখার পর দর্শকরা উপলব্ধি করবেন, জীবনের বড় সমস্যাগুলো কখনো কখনো ছোট মজার মধ্যেই লুকিয়ে থাকে।’

শামীম-তানিয়া ছাড়াও ‘শ্বশুর আব্বার টি-স্টল’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, সিদ্দিক মাস্টার, মিলি বাসার, বাপ্পি বাসার, কামরুন নাহার, সোহেল হাসান, হিরা মনিসহ অনেকে।    

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজ ১৫ মে চলে যাওয়ার দিন ‘মিয়াভাই’ ফারুকের  

বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে কয়জন অভিনেতা তাদের হৃদয়গ্রাহী অভিনয় দিয়ে সমৃদ্ধ করেছেন দেশের রুপালী পর্দা তাদের…

হাসপাতালে ভর্তি মিশা সওদাগর, মারধরের গুঞ্জন

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। বছর নয় আগে ‘মিসড কল’ নামে একটি…

কমিটির আপত্তির মুখে বুবলীর সিনেমার নাম পরিবর্তন  

সিনেমা প্রিভিউ কমিটির আপত্তির মুখে জিয়াউল রোশান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পুলসিরাত’- এর নাম পরিবর্তন করতে…
Exit mobile version