সংগীতশিল্পী শাফিন আহমেদের না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ২৫ জুলাই। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর সেই দেশেই সম্পন্ন হলো প্রথম নামাজে জানাজা।
জানা গেছে, ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে জুম্মার নামাজের পর ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে শাফিন আহমেদের জানাজা সম্পন্ন হয়। সেই জানাজায় অংশ নেন বাংলাদেশি কমিউনিটির অসংখ্য মানুষ। জানাজা শেষে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান ভার্জিনিয়ার বাঙালিরা। এ সময় শাফিন আহমেদের স্ত্রী ডা. রুমানা দৌলাও উপস্থিত ছিলেন।
জানাজার বিষয়টি নিশ্চিত করেছেন শাফিন আহমেদের ছেলে আজরাফ। তিনি জানান, ‘বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে। তাকে আনতে মা সেখানে গেছেন। অনেক ধরনের প্রসেস আছে, সে প্রসেসগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছেন।’
সব ঠিক থাকলে আগামী ২৯ জুলাই শাফিনের মরদেহ বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ৩০ জুলাই দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এ ব্যান্ড তারকাকে।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রে কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।