আগ্রার তাজমহলে ছেলে বীরের সাথে ভালোবাসা দিবস উদযাপন করেন ঢাকাই অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণে শাকিব খানকে নিয়েও কথা বলেন তিনি।
সম্প্রতি নারী দিবস উপলক্ষে শো-স্টপার হিসেবে একটি র্যাম্প শোতে হাঁটেন বুবলী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের একপর্যায়ে বুবলী জানান, ‘শুটিংয়ের মাঝে সময় পেলেই আমি বীরকে নিয়ে ঘুরতে বের হই। এবারের ভালোবাসা দিবসে ওকে নিয়ে তাজমহলে গিয়েছিলাম, সেখানে যাওয়ার অনুভূতিটা অন্যরকম ছিল। কারণ, প্রথমে গিয়েছিলাম শেহজাদের বাবার সাথে, প্রথমবার আমার যাওয়া, সেই জায়গাটায় যখন ছেলেকে নিয়ে গিয়েছি, একটু অন্যরকম আবেগ কাজ করেছে।‘
অভিনেত্রীর এই স্মৃতিচারণ বেশ অবাক করে নেটিজেনদের। প্রেম-বিয়ে এবং সন্তান বীরকে প্রকাশ্যে আনার পর থেকেই এই তারকা দম্পতির মধ্যে আসে তিক্ততা বুবলীর মুখে শাকিবকে নিয়ে স্মৃতি জড়িত স্থানে ছেলের সাথে বিশেষদিন উদযাপন ও সেই স্মৃতি চারণ অবাক করেছে দর্শক-ভক্তদের।
উল্লেখ্য, ‘বসগিরি’ দিয়ে ঢালিউডে যাত্রা শুরু শবনম বুবলীর। মাঝে কিছুটা বিরতিতে থাকলেও আবার ফিরেছেন পুরোদমে। চলতি বছরে তার হাতে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘মায়া: দ্য লাভ’, ‘কয়লা’ ‘বিট্রে লন্ডন লাভ’, ‘দেয়ালের দেশ’, ‘খেলা হবে’-এর মত দারুণ সব সিনেমা।