‘দরদ’- শব্দটি দিয়ে মূলত বোঝা যায় মায়া, মমতা কিংবা সমবেদনা। প্রথম যখন শোনা গিয়েছিল শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমার নাম হতে যাচ্ছে ‘দরদ’, কাহিনী নিয়ে পূর্বাভাস পাওয়া না গেলেও অনেক ভক্তরাই মায়া-মমতা ভরা চিত্র দিয়ে কল্পনায় সাজিয়ে নিচ্ছিলেন সিনেমার কাহিনী। কিন্তু যেদিন প্রথম প্রকাশ পেয়েছিল ছবিটির টিজার, সব সমীকরণই গিয়েছিল বিফলে। আর এবার তো ট্রেইলার প্রকাশ করে যেন নতুন ধামাকার জানান দেওয়া হলো। সাথে সাথে শুরু হলো শাকিবিয়ানদের কাউন্টডাউন।
শাকিব খান: অপুর শাহরুখ, বুবলীর মহারাজা
আজ চিত্রনায়ক ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিন। ২৮শে মার্চ দিবাগত রাত ১২টা থেকেই অভিনেতার ভক্ত,…