বাংলাদেশে ঈদ মানেই শাকিব খানের সিনেমা। সাধারণত রোজা শুরু হলেই শাকিবের সিনেমার পোস্টার, টিজার ও গানের ঝড় চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার ঈদের আগমুহূর্তে বড় এক ধাক্কা খেলেন শাকিব ভক্তরা। ঈদে মুক্তির মাত্র এক সপ্তাহ আগে, এখনও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি শাকিবের বহুল প্রত্যাশিত সিনেমা বরবাদ ।
এদিকে, আজ সার্টিফিকেশন বোর্ডে জমা হয়েছে শাকিব খানের একটি পুরনো, ঝুলে থাকা সিনেমা অন্তরাত্মা । ২০২১ সালে ধুমধাম করে শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। নির্মাতা ওয়াজেদ আলী সুমন তখন ঘোষণা করেছিলেন, সিনেমাটি সেই বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু নানা কারণে শুটিং থেমে যায়, এবং শাকিব বিভিন্ন সিনেমায় ব্যস্ত হয়ে পড়েন। অবশেষে নির্মাতা সিনেমার শুটিং শেষ করেন এবং ২৩ মার্চ অন্তরাত্মা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেন। সেখান থেকে ছাড়পত্র পেলেই ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছে নির্মাতা সূত্র।
এ খবর শোনার পর থেকেই শাকিব ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, বরবাদ সিনেমার মুক্তি এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। বিনোদন সংশ্লিষ্টদের ধারণা, বরবাদ সিনেমার সঙ্গে হয়তো বড় কোনো সমস্যা রয়েছে, যার কারণে ঈদে অন্তরাত্মা সিনেমাটি মুক্তি দিতে তাড়াহুড়ো করা হচ্ছে। যদি বরবাদ মুক্তি না পায়, তবে এবারের ঈদে শাকিব ভক্তদের জন্য এটি বড় একটি ধাক্কা হতে পারে।