গত বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ ছবির টিজার। টিজার মুক্তির পর থেকেই প্রশংসায়-সমালোচনায় ভাসছে শাকিবের লুক, অ্যাকশন ও টিজারের সংলাপগুলো। এদিকে টিজার দেখে কেউ কেউ বলছেন ২০২৩ সালে মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা থেকে কপি করা।
ইউটিউবে চলছে ‘বরবাদ’ এর টিজার নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা। কেউ বলছেন সিনেমাটি মৌলিক গল্পের আবার কেউ বলছেন কোনো অ্যাকশন সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত। তবে একাধিক সিনেমাপ্রেমী ও ইউটিউব চ্যানেল থেকে বলা হয়েছে, টিজার দেখে মনে হয়েছে একাধিক দৃশ্য ‘অ্যানিমেল’ সিনেমা থেকে নেওয়া। কোন কোন দৃশ্যে মিল রয়েছে সেসবও দেখানো হয়েছে।
এক দর্শক তার নিজস্ব মতামতে বলেন, ‘প্রথমেই “বরবাদ’ এ একটি নারীর সংলাপ দিয়ে শুরু হয়। এই একই রকম সংলাপ ছিল “অ্যানিমেল’ সিনেমায়ও। টিজারে দেখানো অস্ত্র, মিশা সওদাগরের এক্সপ্রেশনের সাথে “অ্যানিমেল’ সিনেমার মিল রয়েছে বলে দাবী দর্শকদের। মিশার মধ্যে অনিল কাপুরের অভিব্যক্তির মিল পাওয়া যায়। শুধু তা–ই নয়, শাকিব খানকে যেভাবে কেয়ারলেসভাবে উপস্থাপনা করা হয়েছে, সেটাও রণবীরের চরিত্রের কাছ থেকে অনুপ্রাণিত মনে হয়েছে। দুটি চরিত্রই একই রকমের মনে হয়েছে।
এর আগে ‘দরদ’ সিনেমা নিয়েও অভিযোগ উঠেছে দর্শকমহল থেকে। তার আগে ‘তুফান’ সিনেমার সাথেও ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলারকে মিলিয়েছিলেন দর্শক ও সমালোচক। পরে দর্শক ‘তুফান’ সিনেমার শাকিবের অভিনয়, লুক, গল্প ও পরিবর্তনকে স্বাগত জানিয়েছিলেন। টিজারে শাকিব খানের টি–শার্টে ও চোখেমুখে অনেক রক্ত দেখে রণবীরের আজিজ চরিত্রের মধ্যেও মিল দেখতে পেয়েছেন অনেক ভক্ত।
বলেছেন সেই একই সাদা টি–শার্ট পরেছেন শাকিব ও রণবীর। তা ছাড়া আজিজের হাতে দা নিয়ে হেঁটে যাওয়ার দৃশ্যের মতোই শাকিব খান হেঁটে যাচ্ছেন দা নিয়ে। শাকিব খানকে অস্ত্র হাতে এগিয়ে যেতে দেখা যায় আর তার সামনেই উড়োজাহাজ। সেই দৃশ্যের সঙ্গেও ‘অ্যানিমেল’ সিনেমার বিমানবন্দরের দৃশ্যের সঙ্গে মিল পাওয়া যায়, লিখেছেন আরেক সমালোচক।
তবে টিজারের প্রশংসাও করেছেন এক ভক্ত লিখেছেন, ‘এই সময়ের দর্শক যেমনভাবে নায়ক ভিলেনের লড়াই দেখতে চায়, “বরবাদ’ ঠিক সেই রকম সিনেমা হতে যাচ্ছে। “বরবাদ’ এ শাকিব খান-যীশু সেনগুপ্তের লড়াই হবে বেশ উপভোগ্য’। ‘বরবাদ’ টিজার নিয়ে ভারত, পাকিস্তানসহ একাধিক দেশের সিনেমার সমালোচকেরা প্রশংসা করছেন। লেবানননভিত্তিক ‘মেল্টিং পট’ নামের একটি ইউটিউব চ্যানেলে উপস্থাপনাক ক্যারল বলেন, ‘শাকিব খানের কী অসাধারণ অ্যাটিটিউড, কী সুন্দর লুক। আমার কাছে এটাকে ভায়োলেন্স ও রোমান্টিক কোনো গল্প মনে হয়েছে। শাকিব খান নিতু নামের কাউকে ভালোবাসে। সে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এই পৃথিবীকেই বরবাদ করতে দিতে পারে। এটিই আসলে স্টোরি মূল লাইন। আমি শাকিবের চরিত্র, দৃষ্টিভঙ্গির উপস্থাপনাকে পছন্দ করেছি’।
‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, মানব সচদেব। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।