এবারের বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলবে ঢাকা। যে ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। শাকিবের দল ঢাকা ক্যাপিটালসের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে।
কোচ হিসেবে সুজনকে নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় সেখানে শাকিব উপস্থিত না থাকলেও উপস্থিত থাকতে দেখা গেছে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও অভিনেতা মামনুন হাসান ইমনকে।
এর আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ড্রাফট। সেই দিন নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানে হাজির হয়েছিলেন স্বয়ং শাকিব। নিজে উপস্থিত থেকে শক্তিশালী দল গঠন করেছিলেন তিনি।
ঢাকার দল গঠিত হওয়ার পর থেকে গুঞ্জন ছিল অস্ট্রেলিয়ান কোনো এক সাবেক ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারে ঢাকা ক্যাপিটালস। তবে শেষ মূহুর্তে আর বিদেশি কোচ নিয়োগ দেয়নি তারা। শেষমেশ সুজনকেই কোচ হিসেবে বেঁছে নিয়েছেন দলটি।
সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আর এবার ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি শাকিব ভক্তদেরও অপেক্ষা বিপিএল নিয়ে। ঢাকা ক্যাপিটালসের পারফরম্যান্স দেখার আশায় দিন গুনছে সকলে!