গ্ল্যামার, প্রতিপত্তি আর জনপ্রিয়তার আড়ালে অভিনেত্রীরাও যে আর দশটা মানুষের মত সেটাই প্রমাণ করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। তারও আফসোস রয়েছে বলে জানান দিলেন। প্রিয় বন্ধুকে নিয়ে একটা আফসোসের কথা প্রকাশ করলেন এই অভিনেত্রী।
প্রিয় বন্ধু বেনজিরের সঙ্গে শাড়ি পরে একটা বিকেল কাটানোর কথা ছিল ফারিয়ার। এক রিকশায় ঘোরার কথা ছিল দুজনের। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ব্যস্ততার কারনে ফারিয়া সময় বের করতে পারেননি। এর মধ্যে প্রিয় বন্ধু বেনজির বিদেশ চলে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করে এই আফসোসের কথা জানালেন অভিনেত্রী। যেখানে দুজনকে আনন্দময় মুহূর্তে দেখা যাচ্ছে। এই ছবিগুলো গত সন্ধ্যার। ভালো একটা সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু আফসোসটা শাড়ির, আফসোসটা এক বিকেলের রিকশা চড়ে ঘুরে না বেড়াতে পারার।
শবনম ফারিয়া নিজের ফেসবুক হ্যান্ডলে ছবিগুলোর শেয়ার করে লিখেছেন, ‘কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে পহেলা বৈশাখে ঘুরতে যাব, সময়, সুযোগ, ড্রাইভার আর ট্রাফিকের কারণে এখনো তা হয়ে ওঠেনি, তার মধ্যে সে অভিমান নিয়ে স্ট্যাটাস ও দিয়ে ফেলসে! যদিও এর মাঝে দুইবার তার বাসায় গিয়েছিলাম, একবার বাইরেও গিয়েছি, কিন্তু শাড়ি পরে তো বের হইনি! সেই অভিমান তার এখনো কমেনি।
তিনি আরো লিখেছেন, আজকের একটা সন্ধ্যা আমার প্রিয় মানুষগুলোর সাথে। বেনজির সামনের মাসেই চলে যাবে, তখন এই ছবিগুলো দেখেই মন খারাপ হবে জানি, যখন ও দেশে থাকে, মনে হয় আছেই তো, দেখা হবে, কিন্তু যখন চলে যায় মনে হয় ‘ইস, আরেকটু সময় যদি কাটাতে পারতাম’—এই আফসোস কোনো দিন শেষ হবে না জানি, এইটাও জানি এটাই জীবন, এটাই অ্যাডাল্টহুড!