১২ মে অভিনেতা শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরীনকে ‘গরবিনী মা সম্মাননা ২০২৪’-এ ভূষিত করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এই সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
শতাব্দী ওয়াদুদের মা কে বিশেষ সম্মাননায় ভূষিত করা প্রসঙ্গে ডা.আশীষ কুমার জানিয়েছেন, ‘শতাব্দী ওয়াদুদ নিঃসন্দেহে একজন গুনী এবং বড় মাপের অভিনেতা। আমরা এর আগেও অভিনয় অঙ্গনের মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নিশোসহ আরও অনেকের মাকেই ‘গরবিনী মা’ সম্মাননায় ভূষিত করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও আমরা অভিনয় অঙ্গনের একজনের মাকে সম্মাননা প্রদান করছি। তো সার্বিক বিবেচনায় আমরা শতাব্দী ওয়াদুদের মা শ্রদ্ধেয় আফরোজা নাছরীন আন্টিকে এই সম্মানায় ভূষিত করতে যাচ্ছি। এটা আমাদের জন্যও অনেক গর্বের বিষয়।’
এই সুখবর প্রসঙ্গে অভিনেতা শতাব্দী ওয়াদুদ জানিয়েছেন, ‘যেদিন অভিনয়ের জন্য আমি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হই, সেদিন আমার আম্মা ভীষণ খুশি হয়েছিলেন। তার সেই খুশি, আনন্দ দেখে আমি কেঁদে ফেলেছিলাম। সন্তানের সাফল্য এবং তার পরবর্তীতে স্বীকৃতি একজন মাকে কতটা গর্বিত করতে পারে সেদিন তা অনুভব করেছিলাম। তবে, এখন আমার সাফল্যের কথা বিবেচনা করে আমার মাকে আশীষ দাদা ‘গরবিনী মা’ সম্মাননা দিচ্ছেন, এতে মায়ের ভালোলাগা দেখে আমার ভেতরটা যে কতটা খুশী তা আমি সত্যিই বলে বুঝাতে পারব না। এমন দিনে আমার আব্বা বেঁচে থাকলে খুব খুশী হতেন। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আশীষ দাদাসহ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষর প্রতি।’
উল্লেখ্য, ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী’র উদ্যোগে বিগত এক দশকেরও বেশি সময় ধরে রাজধানীর ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘গরবিনী মা’ সম্মাননা। মূলত দেশের বিভিন্ন সেক্টরের সফল সন্তানদের গর্বিত মায়েদের ‘গরবিনী সম্মাননা’য় ভূষিত করা হয়ে থাকে।